সোমালিয়ায় জাতিসংঘের বাসে হামলা : নিহত ৯
প্রকাশিত হয়েছে : ৭:৪৯:৩০,অপরাহ্ন ২০ এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: সোমালিয়ায় সোমবার জাতিসংঘের কর্মচারীদের বহনকারী একটি বাসে বোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমালিয়ার স্বায়ত্তশাসিত রাজ্য পুন্তল্যান্ড রাজধানী গারউইতে চালানো ওই হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে।
তবে আল জাজিরায় নিহতের সংখ্যা ৭ বলে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বরাত দিয়ে আল জাজিরা আরো জানিয়েছে, নিহতদের মধ্যে চারজনই বিদেশি। তবে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ইউসুফ আলি সংবাদ সংস্থা এপি’কে জানিয়েছেন, বোমাটি ওই বাসের আসনের নিচে পেতে রাখা হয়েছিল। পরে রিমোট কন্ট্রোলের সাহায্যে এটি বিস্ফোরিত করা হয়। এতে বাসটির ছাদ উড়ে যায় এবং এটি খণ্ড বিখণ্ড হয়ে যায়। সোমালিয়ার বিভিন্ন সামাজিক মাধ্যমে বিধ্বস্ত বাসের ছবি প্রকাশিত হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।