সোমবার সারাদেশে হরতাল
প্রকাশিত হয়েছে : ১২:২০:০০,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
গাজীপুরে ২০ দলের সমাবেশ করতেনা দেয়া ও বিএনপির শীর্ষ নেতোদের মুক্তির দাবিতে ২৯ ডিসেম্বর সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালনের আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জাফখরুল বলেন, সরকার পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রলীগ দিয়ে নাটক করে ১৪৪ ধারা জারি করে। বিএনপিকে সমাবেশ করতে দেয় নাই। অথচ আজ সেখানে পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ জড়োহয়ে মিছিল করছে।
তিনি বলেন, সরকার দেশে দুইআইন চালাচ্ছে। আওয়ামীলীগের জন্য এক আইন আর বিরোধী দলের জন্য আরেক আইন চালাচ্ছে। বকশী বাজারে ছাত্রলীগ হামলাকরে বিএনপির বহু নেতাকে আহত করলেও তাদের নামে কোন মামলা হয়নি। অথচ সে ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ অনেকের নামে মামলা দিয়েছে।
বিএনপির এই মূখ পাত্র বলেন, জিয়াদের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করে ফখরুল বলেন, অবৈধ সরকারের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তার এ বক্তব্যর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জামায়াতের মজলিসে শুরার সদস্য ডা. রেদওয়ান উল্লাহ শাহিদী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, জাতীয়পার্টি (কাজীজাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম. মোস্তফা ভূঁইয়া, কল্যান পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ইশা, লেবারপার্টির মহাসচিব হামদুল¬াহ আল মেহেদী, মুসলিমলীগ মহাসচিব আতিকুল ইসলাম, জমিয়তে উলামায়েই সলামের মহাসচিব মুফতি মো. ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক প্রমুখ।