সোনাগাজীতে ৫ জানুয়ারিকে ঘিরে অজানা আতঙ্ক
প্রকাশিত হয়েছে : ১২:০৬:০৯,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: আগামী ৫ জানুয়ারি সোমবার দেশব্যাপী ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচীকে কেন্দ্র করে সোনাগাজী উপজেলায় সাধারণ জনগণের মাঝে চরম উদ্বেগ উৎকণ্ঠা ও অজানা আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী সোমবার দেশব্যাপী ক্ষমতাশীন আ’লীগ ও সযোগী সংগঠনগুলো গণতন্ত্র রক্ষা দিবস ও বিজয় উৎসব পালন করবে। এদিকে জাতীয়তাবাদী দল বিএনপি একই দিনে দেশব্যাপী গণতন্ত্র হত্যা দিবস পালনের ঘোষণা দেয়। উভয় দলের কেন্দ্র থেকে ওই কর্মসুচি ঘোষণা করা হয়েছে। সোনাগাজী উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গণতন্ত্র রক্ষা দিবস ও বিজয় উৎসব পালনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর সোনাগাজী জিরোপয়েন্টকে স্থান নির্ধারণ করে অনুমতি চেয়ে একটি আবেদনপত্র দেয়া হয়েছে।
অপরদিকে স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর পক্ষ থেকেও একই দিনই উক্ত দিবস পালনের লক্ষ্যে জিরোপয়েন্ট কে স্থান উল্লেখ অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি আবেদন পত্র দেয়া হয়েছে। পৌরবাজারের পশ্চিম মাথায় উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঁঞা জানান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু জানান, সোনাগাজী উপজেলায় বিএনপির পক্ষ থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। এ দিকে উপজেলার পৌরশহরের জিরোপয়েন্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্যের পক্ষ থেকে একই দিনে দিনব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দেয়ায় সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও অজানা আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, স¤প্রতি সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে স্বতন্ত্র এমপির বিরোধকে কেন্দ্র করে সোনাগাজী উপজেলায় আ’লীগ দলীয় নেতাকর্মীদের মাঝে একই স্থানে উভয়ে কর্মসুচি পালনের ঘোষণা দেয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন জানান, ৫ই জানুয়ারি সোমবার সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পৌরশহরের জিরোপয়েন্টে ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও বিকেলে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় উৎসব পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দুল মোস্তফা জানান, ৫ জানুয়ারির উভয় দলের কর্মসূচিকে ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার লূৎফুন নাহার জানান, উপজেলা আ’লীগ ও স্থানীয় সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর পক্ষ থেকে সোনাগাজীর জিরোপয়েন্টে বিজয় উৎসব পালনের লক্ষ্যে দু’টি আবেদন পেয়েছি। আজ রবিবার উভয় পক্ষের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে উভয়পক্ষকে স্থান নির্ধারণ করা দেয়া হবে।