সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৬ শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২:২১:১৯,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৯
নিউজ ডেস্ক:: জয়পুরহাটের আক্কেলপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরো এক শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জাফরপুর ইন্দুপাড়া এলাকায় ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে উপজেলার চাপরপুর ইন্দুপাড়া এলাকায় একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে কয়েকজন শ্রমিক। এসময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়।
ওসি জানান, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হবে। এরপর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।