সুপ্রিম কোর্টে নতুন রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলী
প্রকাশিত হয়েছে : ১১:২৩:২৪,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ পদ মর্যাদার কর্মকর্তা ফরিদ আহমেদ শিবলী।
সোমবার আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন প্রধান বিচারপতি এসকে সিনহার অভিপ্রায় হিসেবে এই আদেশ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব (জেলা ও দায়রা জজ) ফরিদ আহমেদ শিবলীকে প্রেষণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পদে নিয়োগ দেয়া হয়েছে।
তথ্য কর্মকর্তা শাহীন বলেন, সুপ্রিম কোর্টের বর্তমান রেজিস্ট্রার এসএম কুদ্দুস জামানকে ঢাকার জেলার জেলা ও দায়রা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। কুদ্দুস জামান গত ডিসেম্বর থেকে এই পদে ছিলেন। এর মাঝে গত ১৭ জানুয়ারি নতুন প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি এসকে সিনহা শপথ নেন।
এছাড়া বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সাব্বির ফয়েজকে প্রেষণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার পদে নিয়োগ দেয়া হয়েছে।
এতে আরো বলা হয়, ঢাকার জেলা ও দায়রা জজ মোঃ আবদুল মজিদকে বদলি করে ঢাকার প্রশাসনিক ট্রাইবুনাল নং-২ এর সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।