সুনামগঞ্জ স্বেচ্ছাসেবকলীগ নেতা সিলেটে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:০০,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জে ছুরাসহ এক স্বেচ্ছাসেবকলীগ নেতা কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের সুরমা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। আটককৃত শফিকুল ইসলাম ফরহাদ(২৮) সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে নাস্থা খাওয়ার বকেয়া বিল চাওয়ায় শহরের সুরমা মার্কেট এলাকার রান্নাঘর রেস্টুরেন্টের মালিক হেলাল আহমেদ কে ছুরিকাঘাত করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরহাদ। আশঙ্কাজনক অবস্থায় রাতেই হোটেল ব্যবসায়ীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি শুক্রবার সদর থানায় ফরহাদ কে আসামি করে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেফতার করে পুলিশ।
সদর থানার ওসি(তদন্ত) আব্দুল হাই চৌধুরী জানান, হোটেল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করার ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরহাদ ছুরাসহ গ্রেফতার করা হয়েছে।