সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী আটক
প্রকাশিত হয়েছে : ৯:২০:৩৫,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: সিলেটের সুনামগঞ্জের চারাগাঁও সীমান্তের ওপারে অবৈধভাবে অনুপ্রবেশ করে চোরাই কয়লা আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে হাতে এক বাংলাদেশী চোরাচালানী আটক হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১টার দিকে তাকে আটক করেছে বিএএসএফ। আটককৃতর নাম, এহসানুল হক। সে উপজেলার লালঘাট গুচ্ছগ্রামের ফজলুল হকের ছেলে।
বিজিবি ও এলাকাবাসীর সুত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ লালঘাট পশ্চিমপাড়া সংলগ্ন মেইনপিলার ১১৯৬ (চোরাই কয়লার বড়ঘাট) এলাকা দিয়ে বৃহস্পতিবার অবৈধভাবে অনুপ্রবেশ করে কয়লা আনতে যান এহসানুল হক। এসময় শিলং ৭৩ ব্যাটালিয়নের লালঘাট বিএসএফ ক্যাম্পের টহল দলের হাতে তিনি আটক হন। এ খবর সীমান্তবর্তী লালঘাট গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজিবি-৮ এর ব্যাটালিয়ন কমান্ডার লে.কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিএসএফের হাতে কয়লা চোরাচালানী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।