সুনামগঞ্জে ১৮ মোটরসাইকেল চালকের জরিমানা
প্রকাশিত হয়েছে : ২:৩৫:০৭,অপরাহ্ন ১৮ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮টি মোটরসাইকেলের চালককে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকার, সাবিনা ইয়াছমিন ও নিজাম উদ্দিন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৮টি মোটরসাইকেল চালককে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে, একই সময়ে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ও কসমেটিকস রাখার অপরাধে ওয়েজখালীতে দুটি মুদিদোকানকে ২ হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।