সুনামগঞ্জে লেগুনা চাপায় শিশু নিহত
প্রকাশিত হয়েছে : ১২:৩৯:৫৭,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জামালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আকলিমা বেগম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার জামালগঞ্জ-কাটওইর সড়কেছোট গাগটিয়াএলাকার নবাব আলীর শিশু কন্যা আকলিমা রাস্তা পারাপারের সময় জামালগঞ্জ থেকে সুনামগঞ্জ গামি একটি লেগুনা তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই আকলিমা নিহত হয়। স্থানীয়রা লেগুনাটি আটকের চেষ্টা করলে সেটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জামালগঞ্জ থানার ওসি আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক লেগুনাটি আটকের চেষ্টা করা হচ্ছে।