সুনামগঞ্জে যুবদলের কেন্দ্রীয় নেতা গ্রেফতার : বিভিন্ন মহলের নিন্দা
প্রকাশিত হয়েছে : ২:৫২:০২,অপরাহ্ন ১৫ মার্চ ২০১৫
সুনামগঞ্জ প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ১০ টায় শহরের হাছননগরস্থ জেলা সদর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ জানুয়ারী পুরাতন কোর্ট এলাকায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে পৌর যুবদলের সভাপতি সোহেল আহমদকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও হুইপ এডভোকেট ফজলুল হক আসপিয়া, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন,পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ,ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোতালিব খাঁন,জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান সামসুল আলম তালুকদার,বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ দুলাল,তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, কামরুল ইসলাম,জগন্নাথপুর পৌর মেয়র আক্তারুজ্জামান,সদর থানা বিএনপির সভাপতি আকবর আলী,জেলা যুবদলের সভাপতি সেলিম উদ্দিন আহমদ,জাতীয়তাবাদী আইনজীবী দলের সেক্রেটারী এডভোকেট আব্দুল হক,পৌর বিএনপির সাবেক সভাপতি এডভোকেট শেরেনুর আলী, পৌর বিএনপি নেতা নুর হোসেন, জাকিরুল ইসলাম তপু,জেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আলী আকবর চৌধুরী, জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুল ও যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ।