সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
প্রকাশিত হয়েছে : ১২:৪২:৩৪,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৯
নিউজ ডেস্ক:: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন- মামুন মিয়া (২৮) এবং হাবু উল্লাহ (৩০)।তারা ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার প্রাণেশ্বর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিপাড়া পূর্বপাড়ার খালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীযরা জানান, বুধবার সাড়ে ১০টার দিকে ইট ব্যবসায়ী মামুন ও হাবু উল্লাহ ইটবাহী নৌকায় করে উপজেলার ভাটিপাড়া পূর্বপাড়া খাল দিয়ে যাচ্ছিলেন। এ মময় খালের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে নৌকার মাস্তুল (বাঁশ) লেগে গিয়ে প্রথমে মামুন এবং তাকে বাঁচাতে গিয়ে হাবু উল্লা বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। প্রায় আধা-ঘণ্টা চেষ্টা করে স্থানীয়রা খাল থেকে তাদের লাশ উদ্ধার করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।