সুনামগঞ্জে বজ্রপাতে ১৫ দিনে নিহত ১৩, মঙ্গলবার মারা গেলেন ২ জন
প্রকাশিত হয়েছে : ১২:৫৮:৩৯,অপরাহ্ন ২১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জে গত ১৫ দিনে বজ্রপাতে নিহত হয়েছেন ১৩ জন। এদের সিংহভাগই কৃষক। এদিকে মঙ্গলবার সুনামগঞ্জে বজ্রপাতে নিহত হয়েছেন দুজন। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থানে আহত হয়েছেন সাতজন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মোহাম্মদপুর কবরস্থানে বাঁশ কাটার সময় বজ্রপাতে আজিবুর রহমান নিহত হন। শুকুর আলী (৩০) ও আব্দুস সালাম (২৫) গুরুতর আহত হন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের গিয়াস উদ্দিন (২০) দেখার হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন।
এ ছাড়া তাহিরপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে আহত হয়েছেন আরো চারজন ও সদর উপজেলায় লালপুর গ্রামে হাফসা নামে এক শিশু আহত হয়।
আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ দিনে বজ্রপাতে জেলায় নিহত হয়েছেন ১৩ জন। এদের মধ্যে বেশির ভাগই ধান কাটার শ্রমিক। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনার সততা নিশ্চিত করেছেন।