সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
প্রকাশিত হয়েছে : ১:১৬:৩৬,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯
নিউজ ডেস্ক:: সুনামগঞ্জ শহরের সার্কিট হাউসের সামনে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি ট্রাকের ধাক্কায় এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের নাম মো. জমিরুল হক (৬৫)। তিনি জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বিশ্বম্ভরপুর গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে একটি মালবাহি ট্রাক শহরের ভেতর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিলে সার্কিট হাউসের সামনে যাওয়া মাত্র ঐ পথচারী এ সময় রাস্তা পারাপার করছিলেন। ট্রাকটি এ সময় ঐ পথচারীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।