সুনামগঞ্জে কোর্ট হাজতে আসামির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৫:২৮:০৯,অপরাহ্ন ২১ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় কোর্ট হাজতে জিন্নাত আলী(৫০) নামের এক আসামির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মধ্যনগর থানার দাতিয়াপাড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।
বুধবার বিকাল ৩টায় দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়-জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিজের বোনের দায়েরকৃত মামলায় দুপুর ১২টায় জিন্নাত আলী ধর্মপাশা কোর্টে হাজিরা দিলে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। পরে কোর্টের হাজত খানার ভেতরে আসামি জিন্নাত আলীকে অজ্ঞান অবস্থায় দেখে কোর্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি তদন্ত গোলাম কিবরিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।