সুনামগঞ্জে আরও এক মানব পাচারকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২:৪১:৪৬,অপরাহ্ন ১১ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জে পৌরশহরের ময়নার পয়েন্ট এলাকা থেকে মাঈন উদ্দিন নামের এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সময় তাকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার হাছন বাহার গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার সুলতানপুর গ্রামের সাগর পথে মালয়েশিয়া গিয়ে ফেরত আসা আমির উদ্দিনের অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে শহরের হাছন নগর ময়নার পয়েন্ট থেকে মাঈনউদ্দিন কে গ্রেফতার করে।
দীর্ঘ দিন ধরে এলাকার অনেক সাধারণ মানুষকেসমুদ্র পথে মালয়েশিয়া পাঠানোর বিষয়টি পুলিশের কাছে প্রথমিকভাবে সে স্বীকার করেছে।
সুনামগঞ্জ পুলিশসুপার হারুন অর রশিদ জানান, মানবপাচারকারীদের কে গ্রেফতার পুলিশের একটি চলমান প্রক্রিয়া। জেলায় এ পর্যন্ত পুলিশের তালিকাভুক্তদের মধ্য থেকে চার মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এদর মধ্যে দুই জন সদর থানায়।
তিনি জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।