সুনামগঞ্জে অস্ত্র ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ১২:৫৯:৫০,অপরাহ্ন ০৮ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অভিযান চালিয়ে ১টি এসডিডিএল বন্ধুক ও ২ রাউন্ড গুলিসহ আজহারুল ইসলাম ফারুক (৪৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার মুলাদাবাদ গ্রামের মৃত আবদুল কুদ্দুস সিকদাররের পুত্র।
সোমবার বেলা ২টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মুলাদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নের্তৃত্বে অভিযান চালিয়ে অস্ত্র ক্রেতা সেজে তাকে আটক করা হয়েছে। এ সময় বিষয়টি টের পেয়ে তার অন্য দুই সহযোগী পালিয়ে যায়।
জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান জানান আটককৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী তার নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।