সুনামগঞ্জে অগ্নিকান্ডে ৬টি বসতঘর ভস্মিভুত : শিশু দগ্ধ
প্রকাশিত হয়েছে : ১:২৬:০১,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
আল-হেলাল, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় ৬টি বসতঘর ভস্মিভুত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ঢুলপুশি গ্রামে (উত্তরহাটি) এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে আপন দাস (২) নামের এক শিশু আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে কলমাকান্দা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। আহত শিশু আপন ঢুলপুশি গ্রামের রতন দাসের ছেলে। স্থানীয় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য সহদেব বিশ্বাস জানান, গ্রামের মতিন্দ্র দাসের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী যুগেন্দ্র দাস,গোপাল সরকারের বসতঘরসহ মোট ৬টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এ সময় মতিন্দ্র দাসের নাতি আপন দাসের শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যায়। দুর্ঘটনায় কবলিত পরিবারের লোকজনের বরাত দিয়ে তিনি আরো জানান, অগ্নিকান্ডে কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।