বিনোদন ডেস্ক : ফ্যাশন জগতে যাকে হার মানানোর মতো আর কেউ নেই, তিনি হলেন পপ সিঙ্গার টেইলর সুইফট। পপ গায়িকা টেইলর সুইফট যেমন ভালো গান করেন তেমনি ফ্যাশনের দিক থেকেও তিনি আছেন সবচেয়ে এগিয়ে। তাই তো পিপল ম্যাগাজিনের জরিপে এ বছরের সবচেয়ে সুন্দর পোশাকধারী তারকার খেতাবটি অর্জন করেছেন ২৪ বছর বয়সী এ তারকা।
রেড কার্পেট হোক, আর বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘোরাঘুরি, সবসময় ফ্যাশনে অনন্য টেইলর সুইফট। এ বছরের সেরা দশ পোশাকধারী ফ্যাশনেবল তারকার নাম প্রকাশ করেছে পিপল ম্যাগাজিন। আর এ ম্যাগাজিনে শীর্ষের স্থানটি দখল করেছেন মিস সুইফট।
এ তালিকায় আরও নাম আছে অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ং, বিশ্বখ্যাত গায়িকা জেনিফার লোপেজ, রিহান্না, এমা স্টোন ও এমা ওয়াটসন।
তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এবারের তালিকায় কোথাও নাম নেই গত বছরের সবচেয়ে স্টাইলিশ পোশাকধারী অভিনেত্রী ক্যারি ওয়াশিংটনের। সূত্র : ইন্ডিয়া টুডে।