সিসিকের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৯:০৭:০৪,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর কার্যক্রম সিলেট সিটি কর্পোরেশন উদ্যোগে সকাল থেকে শুরু হয়েছে। শনিবার এর উদ্বোধন করেন ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক পরিচালক ডা: এহতেশামুল হক চৌধুরী দুলাল। শনিবার সকাল ৯ টায় নগরীর ধোপাদিঘীরপারে বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্র একজন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়। এবার সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডে ২১০ স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা খাওয়াবেন মোট ৬৩০ স্বেচ্ছাসেবী। এর মধ্যে ৩০টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ৯৭টি অস্থায়ী, ৬১টি অতিরিক্ত টিকাদান কেন্দ্র ও ২২টি ভ্রাম্যমান কেন্দ্র রয়েছে। ০৬ মাস থেকে ১১ মাস বয়সীদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিন ব্যাপী এ কর্মসুচি চলবে।
এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুধাময় মজুমদার, ডিএমসিএইচ এন্ড আইও ডা: নবজ্যোতি দে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসএমও ডা: মাকসুদুল আমিন, ইউনিসেপের ডিএনএসও নিম্মি হোসেন, নিউটেরশন অফিসার ডা: গোলাম মাহি উদ্দিন খান, সীমান্তীক এর প্রজেক্ট ম্যানেজার পারভেজ আলম, সমাজ সেবী জাবেদ সিরাজ, ইপিআই সুপারভাইজার ভূপাল রঞ্জন চন্দ, স্বাস্থ্য পরিদর্শক আলবাব আহমদ চৌধুরী, মাহমদ উল্লাহ, রুবেল আহমদ নানু প্রমুখ।