সিলেট শিক্ষাবোর্ডে কমেছে জিপিএ-৫ ও পাসের হার
প্রকাশিত হয়েছে : ৬:০৬:১৬,অপরাহ্ন ৩০ মে ২০১৫
নিউজ ডেস্ক :: মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ফলাফলে এবার গতবারের তুলনায় পাশের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা দুটোই কমেছে।
সিলেট শিক্ষাবোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় এবারের গড় পাসের হার ৮১.৮২%। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৯৫.১২৫%। আর মানবিক বিভাগে সর্বনিম্ন পাসের হার ৭৬.৪৬%। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৯.২৮%। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মান্নান খান শনিবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
গত বছর এই পরীক্ষায় ৯১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন। এবার ৮৭ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন।
বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন।সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৪ দশমিক ৩ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩০ হাজার ৩৭৫ জন।
এবার পাঁচ হাজার ৯৫টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আটটি সাধারণ বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৭২ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ২০ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাস করেছে ৮৩ দশমিক ০১ শতাংশ শিক্ষার্থী।
দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
যে কোনো মোবাইল অপারেটর হতে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জানা যাবে। এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd থেকেও পরীক্ষার্থীরা ফলাফল জানা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করতে পারবে।
যেভাবে পাবেন ফলাফল
নিজ নিজ স্কুল অথবা ওয়েব সাইট ও মোবাইল থেকে ফলাফল পেতে পারেন।
ওয়েবসাইট থেকে:
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd থেকে ফলাফল দেখুন
অথবা
http://dhakatimes.com.bd/ssc-result/
মোবাইল ফোন থেকে:
এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল মোবাইলে পেতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন:
এসএসসি:
আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যান এবং লিখুন:
SSC<space>first 3 letter of board name<space>roll no<space>2015 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
For example : SSC Dha 123456 2015 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
দাখিল:
আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যান এবং লিখুন:
Dakhil<space>first 3 letter of board name<space>roll no<space>2015 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
For Example : Dakhil Mad 123456 2015 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে