সিলেট ল’ কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতি, ভাঙচুর : সম্মেলন স্থগিতের সম্ভাবনা
প্রকাশিত হয়েছে : ১২:১০:৩১,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
স্টাফ রিপোর্টার::
সিলেট ল’ কলেজের ছাত্রলীগের সম্মেলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
আগামীকাল রবিবার (১ ফেব্রুয়ারি) সিলেট ল’ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সম্মেলনে অথিতি নির্বাচনকে নিয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ল’ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান। তিনি আরো জানান আগামীকালের এ সম্মেলন স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফাদার জানান, সম্মেলন কেন্দ্রীক সমস্যাকে নিয়ে কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের হাতাহাতি ও ব্যানার ভাঙচুরের খবর পেয়েছি। তবে তিনি কিছু গণমাধ্যমের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি গ্রুপ ভিত্তিক কোন রাজনীতি করিনা অথচ আমার নামের সাথে গ্রুপিং জড়িয়ে নিউজ প্রকাশ হয়েছে।