সিলেট ডেস্ক:: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০১৯-২০২১ সাল মেয়াদের নির্বাচনের ভোটার আইডি কার্ড বিতরণ ১ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হবে। শনিবার (৩১ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল ভোটারদের ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের সদস্য আইডি কার্ড প্রদর্শন করে জেল রোডস্থ চেম্বার কার্যালয় থেকে অফিস চলাকালীন সময়ে নিজ নিজ ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। সদস্য প্রতিষ্ঠানের মালিক/ভোটার ব্যতীত অন্য কারো কাছে ভোটার আইডি কার্ড হস্তান্তর করা হবে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান নির্ধারিত সময়ের মধ্যে ভোটার আইডি কার্ড সংগ্রহ করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছেন।