সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তা
প্রকাশিত হয়েছে : ৭:২৩:৫৫,অপরাহ্ন ১৭ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরার পথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন তিনি।
গতকাল মঙ্গলবার বিকাল থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন।
আগামীকাল এই বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত একঘণ্টা যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী। এই সময়ের মধ্যে বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ বলেন, বাংলাদেশ বিমানের লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটে প্রধানমন্ত্রী সিলেট এসে পৌঁছাবেন। বিমানটি একঘণ্টার বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এ কারণে সিলেটে প্রধানমন্ত্রীর যাত্রা বিরতিতে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় উদ্যোগ নেওয়া হয়েছে।