সিলেটে ৯ ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ২:১৫:৩৩,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা সংষ্কারের দাবিতে শনিবার সকাল ৬টা থেকে ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ৯ ঘণ্টা পর স্থানীয় সংসদ সদস্যের অনুরোধে প্রত্যাহার করা হয়েছে। অবরোধ আহ্বানকারী কোম্পানীগঞ্জ ছাত্র ঐক্যজোটের আহ্বায়ক আমিনুল ইসলাম হামিম জানান, এমপির অনুরোধে শনিবার দুপুর ৩টা থেকে অবরোধ কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনের এমপি ইমরান আহমদের বরাত দিয়ে হামীম জানান, আগামী ২ এপ্রিল প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)-এ অনুমোদিত হবে। ওই তারিখে প্রকল্পটি পাস না হলে তারা আবারও অবরোধ কর্মসূচি শুরু করবেন বলে জানান হামীম।
কোম্পানীগঞ্জ থানার ওসি দেলওয়ার হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে এমপি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং ৩টার দিকে তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।
প্রসঙ্গত, গত ৮ বছর ধরে ৩৭ কিলোমিটার দীর্ঘ সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের বেহাল দশা। এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ কিলোমিটার রাস্তার পিচ একেবারে উঠে গেছে। যে কারণে ভোলাগঞ্জ পাথর পরিবহন তো দূরের কথা যাত্রী পরিবহনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শুষ্ক মৌসুম হওয়ায় সারাক্ষণ সড়কসহ আশপাশের এলাকা ধুলোয় আচ্ছন্ন থাকে। এ কারণে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ। সংস্কারের পাশাপাশি সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার দাবিতে শনিবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টা অবরোধের ডাক দেয় কোম্পানীগঞ্জ ছাত্র ঐক্যজোট।