সিলেটে ২ মোটর সাইকেল আরোহীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
প্রকাশিত হয়েছে : ৩:১৫:০০,অপরাহ্ন ১১ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
সিলেট নগরীর তালতলায় দুই মোটর সাইকেল আরোহীকে ছিনতাইকারী সন্দেহে পুলিশের ছোঁড়াগুলিতে আহত হওয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দিন রাতে কোতোয়ালী থানার এএসআই মোঃ কবির আহমেদ বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারনামীয় আসামীরা হচ্ছে- নগরীর যতরপুর নবপুষ্প ৯০ নং বাসার বিনাথ বিহারীর পুত্র বিকাশ চন্দ্র দাশ (৪৫) ও নেকাউর রহমান (২৩)।
বৃহস্পতিবার পুলিশ নেকাউর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে এবং আটককৃত বিকাশ চন্দ্র দাশকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ৯ নং ওয়ার্ডে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তালতলা এলাকায় পুলিশেল সিগন্যাল অমান্য করায় বাধ্য হয়ে মোটর সাইকেল আরোহীদের উপর পুলিশ ছোঁড়া গুলি করে। এ সময় পুলিশের গুলিতে বিকাশ গুরুতর আহত হন। তার গালে ও হাতে শর্টগানের ছোঁড়া গুলির স্পিন্টার লেগেছে। আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় পুলিশ তাদের মোটর সাইকেল জব্ধ করা হয় এবং অপর মোটর সাইকেল আরোহী নেকাউর রহমমানকে আটক করে। পুলিশের দাবী ঘটনার সময় কোতোয়ালী থানার কনেষ্টবল/৭৭৯ মোশারফ আহত হন।