সিলেটে স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১:২১:১৯,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
স্টাফ রিপোর্টার::
মঙ্গলবার বিকাল ৩টা ২০ মিনিটে খুলিয়াপাড়াস্থ নিজ বাসা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তাজুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত (সাধারণ ওয়ার্ড ১০, ১১ ও ১২) সাবেক নারী কাউন্সিলর শাহানা বেগম শানু’র স্বামী। তাজুলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) তারেক মাসুদ। এসময় এসআই তারেক মাসুদ জানান, তাজুল ইসলামের বিরুদ্ধে থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার অভিযোগ দেখিয়ে মঙ্গলবার তাজুলকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।