সিলেটে সিগারেটের ডামি পুড়িয়ে তামাকের বিরুদ্ধে প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ১০:২১:১৯,অপরাহ্ন ৩১ মে ২০১৫
নিউজ ডেস্ক::
সিলেটে তামাক পণ্য সিগারেটের ডামি পুড়িয়ে তামাকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার দাবি জানালেন বিশিষ্টজনেরা। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে রোববার সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিগারেটের ডামি পুড়ানো হয়। এর আগে অনুষ্ঠিত র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, প্রত্যেক জিনিসের ভাল-মন্দ দুটি দিক থাকে। কিন্তু তামাকের কোনো ভাল দিক নেই। তাই ধূমপানসহ সকল ধরনের তামাক পণ্য ব্যবহার থেকে মানুষকে বিরত থাকা উচিত। আগামী বাজেটে তামাকের উপর উচ্চ হারে কর আরোপের দাবি জানিয়ে তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে তাকাক পণ্যের দাম দিন দিন বাড়ছে, কিন্তু আমাদের দেশে কমছে। এতে তামাকের ব্যবহার বেড়ে যায়। তামাকের ব্যবহার কমাতে তামাক পণ্যের দাম বাড়ানোর দাবিও জানান তারা।
সিলেটের জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস, সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্প ও এন্টি টোব্যাকো মিডিয়া এলাইন্স (আত্মা)’র যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। আত্মা’র নির্বাহী সদস্য সাংবাদিক শাহ সুহেল আহমদের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নুরে আলম শামীম, সীমান্তিকের প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ চৌধুরী, দৈনিক সিলেটের ডাক এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক উত্তরপূর্বের সহকারী বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্ত প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের ডিএমসিএইচ এন্ড আইও ডা. নব জ্যোতি দে, প্রশাসনিক কর্মকর্তা মো. গৌছ আহমদ চৌধুরী, দৈনিক মানবকণ্ঠের সিলেট ব্যুরো চিফ মনোয়ার জাহান চৌধুরী, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার সুনিল সিংহ, চ্যানেল টোয়েন্টিফোর এর সিলেট প্রতিনিধি গুলজার আহমদ, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, সীমান্তিকের মিডিয়া অফিসার মুরাদ বক্স, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, তামাক পণ্যের অবৈধ বাণিজ্য বন্ধ করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। আগামী বাজেটে তামাক পণ্যের উপর উচ্চহারে কর বাড়ানোর কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, জনসমাগমস্থল এবং অফিস-আদালতে ধূমপান থেকে বিরত থাকা আমাদের নৈতিক দায়িত্ব।