সিলেটে শিশু গৃহকর্মী লিপি হত্যার অভিযোগে ৩জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ৩:১৭:৩৮,অপরাহ্ন ১০ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
সিলেট নগরীর খুলিয়াপাড়ায় লিপি বেগম (১৪) লিপি বেগমের দাফন সম্পন্ন হত্যার অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন নিহতের বাবা ওসমানীনগর থানার জাকিরপুর গ্রামের আব্দুস সাত্তার।
সোমবার লিপি বেগম মারা গেলে তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে সোমবার রাত ১০টায় লাশ দাফন করা হয় । কোতোয়ালি থানা সুত্রে জানা যায়- লিপি বেগমকে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগে সোমবার রাতেই নিহতের বাবা আব্দুস সাত্তার বাদী হয়ে মামলা দায়ের (মামলা নং-৮) করেন।
মামলায় গৃহকর্তী হোসনে আরা বেগম, তার এর পুত্র আমজাদ আহমেদ ও কন্যা শাহেনা বেগমকে মুল আসামী হিসেবে অভিযুক্ত করেন। এছাড়াও একই মামলায় অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী উল্লেখ করা হয়েছে। মামলা দায়েরের পর কোতোয়ালি থানা পুলিশ আসামীদের খুলিয়াপাড়াস্থ নীলিমা-৩ নম্বর বাসায় তল¬াশী চালিয়ে ১৫ লাঠি উদ্ধার করেছে।