সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২:৪৬:৩৫,অপরাহ্ন ২২ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটে আহমদ আলী (৪৬) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন।
রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৭টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আহমদ আলী হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের মৃত আরজ আলীর ছেলে। তিনি একটি হত্যা মামলায় (নং-০৪/’৯৪) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।
কারাগার সূত্র জানায়, চিকিৎসার জন্য ২০১০ সালে আহমদ আলীকে হবিগঞ্জ কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। গত ১৪ মার্চ তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রোববার সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল আহমদ জানান, হবিগঞ্জের একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছিল আহমদ আলীকে। পরবর্তীতে উচ্চ আদালত থেকে আপিলের পর তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
তিনি জানান, সাজাপ্রাপ্ত আহমদ আলী যক্ষ্মা রোগের পাশাপাশি মানসিক বিকারগ্রস্থ ছিলেন। মারা যাওয়ার পর দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত শেষে বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।