সিলেটে ভারতীয় কাঠ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:৪৮,অপরাহ্ন ২৭ মে ২০১৫
নিউজ ডেস্ক :: ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (২৭ মে) ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিছনাকান্দি সীমান্ত থেকে কাঠের চালানটি উদ্ধার করে বিজিবি-৫ ব্যাটালিয়নের জওয়ানরা।
নায়েব সুবেদার জৈন উদ্দিন জানান, বিছনাকান্দি সীমান্তে পরিত্যক্ত অবস্থায় কাঠগুলো পাওয়া যায়। চোরাচালানিরা কাঠগুলো ভারত থেকে আমদানি সেখানে করে স্তূপ করে রেখেছিল।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।