সিলেটে ব্লগার হত্যা: চারজনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ৫:৩১:২০,অপরাহ্ন ১৩ মে ২০১৫
নিউজ ডেস্ক :: ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশকে (৩২) হত্যার ঘটনায় অজ্ঞাত চার জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট নগরের বিমানবন্দর থানায় এ মামলা করা হয়। মামলা করেন অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ।
আজ বুধবার সকালে নগর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) রহমতউল্লাহ বলেন, এর আগে ৩ ব্লগার খুন হওয়ার ঘটনার সঙ্গে এই (অনন্ত) হত্যাকাণ্ডের মিল দেখা যাচ্ছে। সে অনুযায়ী আমরা আগাচ্ছি।
এদিকে অনন্ত হত্যার প্রতিবাদে সিলেট নগরে আজ (বুধবার) সকাল ৬টা থেকে অর্ধদিবস হরতাল শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। নগরের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল হয়েছে। প্রগতিশীল ছাত্রজোট ও গণজাগরণ মঞ্চ এই হরতাল ডেকেছে।
উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) সকালে সিলেট নগরের সুবিদবাজারে নুরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে নিজ বাসার সামনে অনন্তকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।
মুক্তমনা ও সামহোয়্যার ইন ব্লগে নিয়মিত লেখালেখি করতেন অনন্ত। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও সক্রিয় ছিলেন। সিলেটের গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী হিসেবেও কাজ করেছেন তিনি। দেশে এ নিয়ে চলতি বছরেই তিনজন ব্লগারকে কুপিয়ে হত্যা করা হলো।