সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড : অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ৬:৫০:৪৩,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় একটি মার্কেটের ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর ৫টার দিকে মার্কেটের সারমিন স্টোরে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আশপাশের জান্নাত লাইব্রেরি, তারেক স্টোর, অনুকূল ফার্মেসি ও শাহজালাল ভ্যারাইটিজ স্টোরে আগুন ছড়িয়ে পড়লে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর শাহ ইমরান জানান, আমরা সোমবার ভোর ৫টা ২০ মিনিটে খবর পাই এবং সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।
ঠিক কি কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা সঠিক ভাবে জানা যায়নি তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে শাহ ইমরান বলছেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ৮ লক্ষ ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । তবে আমরা প্রায় ২১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।