সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:২৫,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ওসমানী নগরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত সহ ও এক জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টায় ওসমানী নগর থানার গোয়ালাবাজারের পশ্চিম পাশে ব্রাহ্মণ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন নবী সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ট্রাক চালকের নাম প্রণয় কুমার (৩২) সে মানিকগঞ্জ জেলার শিবালয় এলাকার বাসিন্দা। গোয়ালাবাজার সুপ্রীম ফিলিং স্টেশনের পাশে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সাথে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটিকে সাইড দিতে গিয়ে ট্রাক ড্রাইভারের মৃত্যু হয় বলে জানান ওসি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ সময় ঘন কুয়াশা কারনে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানান ওসি ।