সিলেটে বজ্রপাতে শিশুসহ দুই জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৯:২৪:০৯,অপরাহ্ন ১০ মে ২০১৫
নিউজ ডেস্ক :: দক্ষিণ সুরমায় বজ্রাপাতে এক শিশুসহ অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাউদপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলী হোসেন (২৪) ও তার খামারের কর্মচারী এক শিশু (১০)। তাৎক্ষনিকভাবে শিশুটির নাম জানা যায়নি। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের পূর্ব পাশের হাওরে আলী হোসেন ও তার কর্মচারী হাঁস চরাতে যায়। এ সময় বজ্রপাতে তাদের প্রাণহানি ঘটে। স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।