সিলেটে পাঠকপ্রিয়তার শীর্ষে ডেইলি সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৩০:১৩,অপরাহ্ন ০৯ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: এ্যালেক্সা’র র্যাংকিং অনুযায়ী বাংলাদেশের মফস্বলের (ঢাকার বাইরের) অনলাইন নিউজ পোর্টালের মধ্যে ডেইলি সিলেট ডট কম প্রথম স্থান অর্জন করেছে। রোববার বিকেলে এ্যালেক্সার আপডেটিং -এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।৮মার্চ রোববার এ্যালেক্সা র্যাংকিংয়ে বাংলাদেশে ২৪২তম স্থান অর্জন করে ডেইলি সিলেট ডট কম। এই তালিকায় আন্তর্জাতিক সকল সোস্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, বাংলাদেশের সকল অনলাইন পত্রিকা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনলাইন গুলোর মধ্যে পাঠক জনপ্রিয়তায় ডেইলি সিলেট ডট এই অবস্থান অর্জন করে।অ্যালেক্সা টপচার্টে (বাংলাদেশের মধ্যে র্যাংকিং) প্রথম স্থানে রয়েছে ফেসবুক, ২য় ও ৩য় স্থানে রয়েছে যথাক্রমে গুগল ডটকম ও গুগল ডটকম ডটবিডি । বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রথম আলো ডট কম রয়েছে ১ম স্থানে। এরপর রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (র্যাংকিং৭) ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম (র্যাংকিং ৮)।মফস্বলের নিউজপোর্টালের মধ্যে ২য় স্থানে রয়েছে সিলেট থেকে পরিচালিত সিলেট ভিউ (র্যাংকিং ২৫২)। সিলেট বিভাগ তথা মফস্বলের অন্য কোন অনলাইন পত্রিকা এ্যালেক্সা র্যাংকিংয়ের টপচার্টে অর্থাৎ প্রথম ৫০০ এর তালিকায় উঠে আসতে পারেনি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে ২০১১ সালের ২৭ জুন যাত্রা শুরু করে ডেইলি সিলেট ডটকম।প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, সম্পাদক কে এ রহিম ও নির্বাহী সম্পাদক মারুফ হাসানের নেতৃত্বে নিউজপোর্টালটির অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছেন একঝাঁক তরুণ সাংবাদিক।মুখরোচোকতা নয় বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের হৃদয়ে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ডেইলি সিলেট ডট কম।ডেইলি সিলেট এর সাফল্যের নেপথ্যে সাহিত্য সম্পাদক দেলোয়ার হোসাইন, স্টাফ রিপোর্টার অবনী নাজমিন, স্টাফ রিপোর্টার বাসিত আলম, স্টাফ ফটোগ্রাফার জয়নাল আবেদীন, স্টাফ ফটোগ্রাফার উৎপল সিংহ। বিভিন্ন উপজেলা থেকে ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জালাল আহমদ, মোহাম্মদ আলী শিপন, মছব্বির আলী, তারেক হাসান, পিন্টু দেবনাথ, মুস্তাফিজুর রহমান, আনহার আহমদ সমশাদ, আল হেলাল, সুলতান মাহমুদ, এটিএম তুরাবসহ অনেকেই এই সাফল্যের অংশিদার বলে মনে করেন সম্পাদক কে. এ. রহিম । তিনি ডেইলি সিলেটের সকল পাঠক, প্রতিনিধি ও শুভাকাঙ্খীদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।