সিলেটে নাশকতাকারীদের সঙ্গ ছাড়লেন শতাধিক বিএনপি নেতাকর্মী
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:০৯,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: পেট্রলবোমা, ককটেল আর নাশকতায় বীতশ্রদ্ধ হয়ে বিএনপি ছাত্রদল ও যুবদল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন শতাধিক নেতাকর্মী। সাধারণ মানুষের কল্যানে রাজনীতির প্রত্যয়ে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোমবার রাতে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর বাসভবনে তার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন তারা।
এ সময় তাদের স্বাগত জানিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু আজীবন সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। তার দেখানো পথেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সমুদ্র সীমা জয় করেছে, চাল রফতানি হচ্ছে, বিদ্যুতে দেশ স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, যারা পেট্রলবোমা ও ককটেলবাজি করে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে তাদের সাথে জনগনের কোনো সম্পর্ক নেই। দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর অনুসারীরা সদা প্রস্তুত।
সোমবার রাতে মো. সিরাজুল ইসলাম হাজারী, মিজানুর রহমান, ফেরদৌস আহমদ, তোফায়েল আহমদ, শরীফ আহমদ, আবদুল গণি নিজাম উদ্দিন ও নাজিম উদ্দিনের নেতৃত্বে সিলেটের বিভিন্ন স্থান থেকে শতাধিক নেতাকর্মী জড়ো হন সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর বাসভবনে। এ সময় তারা পেট্রল বোমা, ককটেলবাজি ও নাশকতার সঙ্গ ছেড়ে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, ওসমানীনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজলু রহমান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আমির আলী, সিলেট জেলা তরুণ লীগের সভাপতি রনচন্দ্র দেব, সহ সভাপতি আবদুল জব্বার পাপলু, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম, বিশ্বনাথ ইউপি আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম সুফি, সাধারণ সম্পাদক মহব্বত আলী, দৌলতপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি হাজী আরিপ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ প্রমুখ।