সিলেটে দুই কোটি টাকার হেরোইন চালান আটক
প্রকাশিত হয়েছে : ৫:৪০:৫৪,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটে আবারও পাকিস্তান থেকে ডাকযোগে আসা দুই কেজি ৮০ গ্রাম হেরোইনের চালান আটক করেছে সিলেট কাস্টমস। উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য দুই কোটি টাকা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
কাস্টমসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ-এর আওতাধীন বৈদেশিক ডাক শুল্ক ইউনিট-সিলেট-এ পাকিস্তান হতে প্রেরিত একটি পার্শ্বেল আসে। পার্শ্বেলে হেরোইন রয়েছে মর্মে-কাস্টমস বিভাগ গোপনে সংবাদ জানতে পারে। এ অবস্থায় রোববার বেলা আড়াইটার দিকে কাস্টমস কর্মকর্তারা বৈদেশিক ডাকঘরের সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফাসহ অন্যদের উপস্থিতিতে পার্শ্বেলটি তল্লাশী করেন। পার্শ্বেলটিতে কাপড়ের ব্যাগের মধ্যে ১০টি লেডিস ব্যাগের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৭০টি পলিব্যাগে দুই হাজার আশি গ্রাম ওজনের (পলিব্যাগসহ) হেরোইন সদৃশ পাউডার জাতীয় দ্রব্য পাওয়া যায়। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা হতে পারে বলে ধারণা কাস্টমস কর্মকর্তাদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হেরোইন সদৃশ পাউডার আটক করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গুদামে রাখা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষা-নিরীক্ষার এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
প্রসঙ্গত, পাকিস্তানের কাস্টমস থেকে পাঠানো একটি ৭.৯৫ কেজি ওজনের চারটি পার্সেল ২০১৪ সালের ৯ মার্চ সিলেট কাস্টমস জব্দ করে। এই ঘটনার এক বছরের মাথায় সিলেটে আবারও হেরোইনের চালান আসলো।