সিলেটে তিনশ’ ৭৫ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ৫:৩৫:৪৬,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের শাহপরান থানার শিবগঞ্জের উত্তরবাজার এলাকা থেকে তিনশ’ ৭৫ বোতল ফেন্সিডিলসহ মো. রুমন মিয়া নামে এক যুবককে আটক করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনগত রাত সোয়া ৯টার দিকে ওই এলাকার আদিত্যপাড়ার শাকিল কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯’র মিডিয়া উইং শাখার সহকারী পরিচালক পঙ্কজ কুমার দে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কমিউনিটি সেন্টারের সামনে একটি প্রাইভেটকারে (সিলেট-ঘ-১১-০২৫৭) তল্লাশি চালায় র্যাব-৯ সদস্যরা। এ সময় ওই গাড়ি থেকে ফেন্সিডিল ও জেনোসিডিলসহ মো. রুমন মিয়া নামে এক যুবককে আটক করা হয়।
পরে উদ্ধার করা মাদকসহ রুমন মিয়াকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়।
আটক রুমন হবিগঞ্জের মাধবপুর থানার হরিতলার ইব্রাহীম মিয়ার ছেলে।