সিলেটে জামায়াতের হরতাল : কঠোর অবস্থানে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী
প্রকাশিত হয়েছে : ৫:৫৯:২২,অপরাহ্ন ১৭ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: জামায়াতের ডাকা চব্বিশ ঘন্টা হরতালের প্রায় অর্ধেক দিন শেষ হয়েছে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া। কড়া পুলিশী নিরাপত্তায় জামায়াতের হরতাল পরিণত হয়েছে একটি ঘোষণায়।
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধি অপরাধে রাজাকার আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড চুড়ান্ত রায় হিসেবে বহাল রাখার প্রতিবাদে সারাদেশে ২৪ ঘন্টার হরতাল ডাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
হরতালে ভারী যান চলাচল না করলেও রিকশা, ইজি বাইকসহ অন্যান্য যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।
বুধবার দুপুর পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। এমনকি হরতালের সমর্থনে কোন ধরণের মিছিল বা পিকেটিংও করতে পারেনি জামাত-শিবির।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখার প্রতিবাদে বুধবার দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করে জামায়াত।