সিলেটে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৬:০২:০৫,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: জেলার জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের ঢালুরপাড় গ্রামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষিত মেয়েটির পরিবারের অভিযোগ, গত ১০ ফেব্রুয়ারি বাড়ির পাশের মাঠে গরু আনতে যায় সে। এসময় প্রতিবেশি মৃত রজত বিশ্বাসের ছেলে হিমুন বিশ্বাস (২০) তাকে ধর্ষণ করে। ভয়ে সে বাড়ির কাউকে ঘটনা না জানালেও পরের দিন সকালে তাকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এরপর থেকে গত নয় দিন ধরে মেয়েটির রক্তক্ষরণ হচ্ছে।
বৃহস্পতিবার থেকে রক্তক্ষরণের মাত্রা বেড়ে গেলে তাকে জকিগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল্লাহ আল মেহেদী তাকে সিলেট ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে পাঠান।
শুক্রবার রাতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান খান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।