নিউজ ডেস্ক:: সিলেটের সীমান্ত এলাকা দিয়ে অবাধে আসছে ভারতীয় রোগাক্রান্ত গরু। গরু ব্যবসায়ী ও সীমান্তবর্তী বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ভারতের এই গরুগুলিকে এক ধরনের ইনজেকশন দিয়ে পাঠানো হচ্ছে বাংলাদেশে। ফলে গরুর ক্ষুধা লাগবে না এবং ছুটাছুটি করবে না। যা এই গরু তিন মাস জীবিত থাকবে। এই ইনজেকশন মারার পর গরুর শরীর বিষাক্ত হয়ে যায়। গরুর চোখ দিয়ে পানি পড়ে, মুখ দিয়ে লালা বের হতে দেখা যায়।
জৈন্তাপুর উপজেলার লালাখাল, গোয়াবাড়ী, ডিবির হাওর, শ্রীপুর, নলজুড়ি, তামাবিল সীমান্ত এলাকা, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা দিয়ে শত শতা ভারতীয় রোগাক্রান্ত গরু দেশে প্রবেশ করছে। এ গরুগুলো সিলেট জেলা সহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হচ্ছে।
সিলেট জেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, রোগাক্রান্ত গরুর মাংস খেলে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে। সীমান্ত এলাকা দিয়ে গরু আমদানীর উপর সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কিভাবে গরু আসছে তা কারো জানা নেই।