সিলেটের ফুটপাতে উচ্ছেদ অভিযান
প্রকাশিত হয়েছে : ১:১৬:৪৭,অপরাহ্ন ২৭ মে ২০১৫
নিউজ ডেস্ক :: নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ।
বুধবার (২৭ মে) বিকেলে নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে সিটি পয়েন্ট ও কোর্ট পয়েন্টে এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী নের্তৃত্ব দেন এবং সিটি করপোরেশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানকালে ফুটপাতের ছিন্নমূল ব্যবসায়ীদের দোকার ভেঙে ফেলা হয়। সেই সঙ্গে কিছু সংখ্যক কাঠের চৌকি, ভ্যান, মালামাল ভর্তি খাঁচা জব্দ করা হয়।
সিলেট মহানগরী এলাকায় ফুটপাত সমস্যা দীর্ঘদিনের। উচ্ছেদ নিয়ে নগর পুলিশ ও সিসিকের মধ্যে রশি টানাটানি চলছিলো। অবশেষে সিটি করপোরেশনকেই নামতে হলো অভিযানে।