সিলেটের তাহসিনা আমেরিকান সরকারের কাউন্সিলর নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ৭:১৬:০৯,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক ::
যুক্তরাষ্ট্রে সরকারি দায়িত্বে অধিষ্ঠিত হলেন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান তাহসিনা আহমেদ (২৩)। তার পৈতৃক নিবাস সিলেটের গোলাপগঞ্জ। তাকে নিউ জার্সির হেলডন নগর থেকে স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচিত করা হয়েছে। এ ঘটনায় নিউ জার্সি ও এর আশেপাশের রাজ্যগুলোতে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
তাহসিনা নিউজার্সির মনমাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচন করেন। তার পিতার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে।
৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। এতে রিপাবলিকান দলের বড় বিজয় অর্জিত হয়। কংগ্রেসের সিনেটে রিপাবলিকান দল তাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর আগে থেকে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা ছিল সংখ্যাগরিষ্ঠ।