সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবলসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রকাশিত হয়েছে : ৬:১২:২০,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু পশ্চিম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ ৩ জন নিহতের ঘটনা ঘটেছে।
সদর উপজেলার পদ্মার মোড়ের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে বুধবার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ পুলিশ লাইনের কনস্টেবল আব্দুল বাসেত ও বাসচালক নাটোরের ভবানীপুরের বাসিন্দা জাহিদ হাসান (৩৫) এবং পুলিশের রিকুইজেশন করা পিকআপ ভ্যানের চালক সিরাজগঞ্জ শহরের মিরপুর মহল্লার মফিজুর রহমান (২৭)।
জানা গেছে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে বিকল একটি বাস দাঁড়িয়ে ছিল। টহলরত পুলিশের একটি ভ্যান পাশে ছিল। এসময় একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে কনস্টেবল বাসেতসহ ৩ জনের মৃত্যু হয়। অন্য দু’জনের নাম জানা যায়নি।
নিহত আব্দুল বাসেত সেখানে দায়িত্বরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আমিনুল ইসলাম।