বিনোদন ডেস্ক:: এই সময়ের জনপ্রিয় ও ব্যস্ত নায়ক সিয়াম আহমেদ। নায়িকাদের মধ্যেও সুসময় পার করছেন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। সম্প্রতি দুই তারকা জুটি হয়েছেন ইত্তেফাক নামের একটি সিনেমায়। সিনেমাটি নির্মাতা করছেন ‘পোড়ামন ২’ খ্যাত নির্মাতা রায়হান রাফি। আজ ২৫ নভেম্বর থেকে সিলেটে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। প্রথম দিনই শুটিংয়ে অংশ নিয়েছেন সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম। বিষয়টি নিশ্চিত করেছেন রায়হান রাফি।
সিলেট শহরে টানা ২০ দিন ছবিটির শুটিং করবেন বলে জানালেন নির্মাতা। রায়হান রাফি বলেন, ‘আমি সব সময় গল্প নির্ভর সিনেমা নির্মাণের চেষ্টা করি। এই ছবিতেও তার ব্যতিক্রম হচ্ছে না। বড় আয়োজনে একটা ভিন্ন ধরণের গল্প উঠে আমরব এই সিনেমায়। সিলেট ২০ দিন শুটিং করে ফিরবো। বাকি অংশের শুটিং করবো ঢাকাতে।’
এমবি ফিল্মস প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, খাইরুল বাসার প্রমুখ। সামনে ডিসেম্বরের শেষের দিকে আরও একটি সিনেমার শুটিং শুরু করবেন রাফি। ‘স্বপ্নবাজী’ নামের এই সিনেমাটিতে অভিনয় করবেন মাহিয়া মাহি, সিয়াম, জান্নাতুল পিয়া প্রমুখ।