সিটি নির্বাচন দুই কারণে শতভাগ সুষ্ঠু হয়নি —শাহনেওয়াজ
প্রকাশিত হয়েছে : ১১:৫১:০৩,অপরাহ্ন ০৫ মে ২০১৫
নিউজ ডেস্ক::
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন দুই কারণে ঢাকার দুই এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়নি । কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে পুলিশের বাধা এবং বিএনপি সমর্থিত প্রার্থীদের মাঝপথে নির্বাচন বর্জন।
মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
সিটি নির্বাচনে ঝামেলার জন্য বিএনপিকে দায়ী করে শাহনেওয়াজ বলেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছে। তবে পরিবেশ শান্তিপূর্ণ ছিল। যেটুকু ঝামেলা হয়েছে, তার জন্য বিএনপি দায়ী। তার হঠাৎ করে নির্বাচন থেকে সরে যাওয়ায় তাদের ভোটারদের মতো সাধারণ ভোটাররাও কেন্দ্রে আসেননি।
বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন না করলে ভোটের হার আরও বাড়তো দাবি করে শাহনেওয়াজ বলেন, বিএনপি নির্বাচন বর্জন করায় আওয়ামী লীগ সমর্থকরা নিজেদের মধ্যে ঝামেলা করেছে, এতে নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে। দুপুর পর্যন্ত কেন্দ্রগুলোতে সন্তোষজনক ভোটারের উপস্থিতি ছিল। বিএনপি সমর্থিত প্রার্থীরা থাকলে ভোটের হার আরও বাড়তো।
শাহনেওয়াজ বলেন, সকলেই এখন কমিশনকে দোষারোপ করছেন। কমিশনকে দোষ দেয়া খুব সহজ। কেননা, অন্য কেউ তো দায় নেবেন না।