সালাহ উদ্দিনের স্ত্রীর জিডি নিচ্ছে না পুলিশ
প্রকাশিত হয়েছে : ৬:০০:৩৭,অপরাহ্ন ১২ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আটকের কথা তো স্বীকার করছেই না এমনকি থানা সাধারণ ডায়েরিও (জিডি) নিচ্ছে না। এমন অভিযোগ করেছেন সালাহ উদ্দিনের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ। বুধবার রাতে তিনি জানান, গুলশান ও উত্তরা থানায় জিডি করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন। পুলিশ জিডি নিতে রাজি হচ্ছে না।
সালাহ উদ্দিনকে আইন অনুযায়ী আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরের নির্দেশ চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করবেন বলে জানান হাসিনা আহমেদ। এর আগে রাত পৌনে ১১টার দিকে পরিবার ও দলের পক্ষ থেকে দাবি করা হয়, সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের একটি দল আটক করে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে তারা জানান। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।