সালাহ উদ্দিনকে দেশে আনতে সরকারের সহযোগিতা চাইলেন হাসিনা
প্রকাশিত হয়েছে : ৯:৪৪:২৯,অপরাহ্ন ১৩ মে ২০১৫
নিউজ ডেস্ক::
৬১ দিন পরে সন্ধান পাওয়া নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। ভিসা হাতে পেলেই যতদ্রুত সম্ভব শিলং রওনা হবেন হাসিনা আহমেদ।
বুধবার দুপুরে গুলশানের ৭২ সড়কের ৭ নং বাসায় সাংবাদিকদের কাছে হাসিনা আহমেদ বলেন,’ভিসার জন্য সকালেই আবেদন জমা দিয়েছি। হাইকমিশনে আমাদের লোকজন কাজ করছেন। ভিসা হাতে পেলেই আমি শিলং রওনা হবো।’ভিসার আবেদনপত্রে সড়ক ও আকাশ পথ উল্লেখ করা হয়েছে। যেটাতে সুবিধা হবে, সেই পথেই যাবো।’
হাসিনা আহমেদ বলেন, সন্ধান পাওয়ার পর পরই গতকাল স্বামী সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে আনতে ভারতে যাওয়ার জন্য আমি ও আমার দুই আত্মীয় ভিসা চেয়ে ভারতীয় দূতাবাসে আবেদন করেছি। এখনও আমরা ভিসা পাইনি। তিনি আরও জানান, ভিসা পেলে ছোট বোন জামাই মাহবুবুল কবির মুনমুন ও এক নিকটাত্মীয়কে নিয়ে তিনি সালাহ উদ্দিন আহমেদকে দেশে আনতে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন।
তিনি বলেন, উনাকে (সালাহ উদ্দিন) দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া আমার জানা নেই। আমি আগে সেখানে তার কাছে যেতে চাই। তারপর দেখবো দেশে ফিরিয়ে আনতে কি করণীয় রয়েছে। তখন এব্যাপারে বিএনপি এবং আমার জানা শোনা সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।