‘সালমান খানের মতো খালেদারও বিচার হবে’
প্রকাশিত হয়েছে : ৩:০৫:৫৮,অপরাহ্ন ১০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
সালমান খানের যেমন গাড়ি চাপা দেওয়ার জন্য বিচার হলো তেমনি খালেদা জিয়ারও গাড়ি পোড়ানো মামলায় ‘বিচার হওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ‘গণতন্ত্র ও শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীরা দেশ ও জাতির কল্যাণ সাধন করতে পারে না’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন দাবি করেন।
হাছান মাহমুদ ব্রিটিশ নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘আল্লাহর কি বিচার! টিউলিপ সিদ্দিকি ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচনে বিজয়ী হয়েছেন। আরেকদিকে খালেদার পুত্র ওই ব্রিটেনেই ফেরারি আসামি হয়ে ঘুরছে।’
তিনি আরও বলেন, ‘ইসলামের জন্য যদি কেউ কিছু করে থাকে তবে সেটা হাসিনা সরকারের আমলে হয়েছে। অনেক আলেমের স্বপ্ন ছিলো ইসলামী বিশ্ববিদ্যালয় হবে, আর তা আমাদের আমলে বাস্তবায়ন হয়েছে। আমরাই প্রথম আলেমদের ভাতা দেওয়া শুরু করেছি।
একই আলোচনা সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশের আলেম সমাজকে আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা দেশের জন্য যেভাবে কাজ করে যাচ্ছি তাতে যদি আলেম-ওলামারা ভূমিকা না রাখে তাহলে ধর্ম ব্যবসায়ীরা লাভবান হবে।’
ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে তিনি বলেন, ‘ইসলাম মানে শান্তি আর এ শান্তির ধর্ম প্রচার করছে এই দলটি। ইসলাম মানে জ্বালাও-পোড়াও না, কোনও সহিংসতা না। গণতন্ত্রের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গণতন্ত্রে সন্ত্রাসীর কোনও স্থান নাই। সহিংসতা যারাই করবে তাদের আর কোনও ছাড় দেওয়া হবেনা।’
দেশের আলেম-ওলামাদের আহবান জানিয়ে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘যারা দেশের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনারা মসজিদে মসজিদে বয়ান দেন।’
মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষার্থীদের যেমন বিনামূল্যে বই দেওয়া হয়েছে ঠিক তেমনভাবেই মাদ্রাসাও বিনামূল্যে বই দেওয়া হচ্ছে।’
আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্যও রাখেন, প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর মহানগরের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহিন খান, গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসাইন আব্বাসি, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল হক বখশী, প্রেসিডিয়াম সদস্য হাফেজ মাওলানা আব্দুল আজিজ, ড. এম আল ইমরান প্রমুখ।