সালমান খানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৫:৫৪:৩৫,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৫
বিনোদন ডেস্ক::
সালমান খানের বিরুদ্ধে জোর করে নথিপত্র ছিনিয়ে নেওয়া এবং শারীরিক হেনস্থার মামলা করেছেন রবীন্দ্র দ্বিবেদী নামের এক সমাজকর্মী। ইতোমধ্যে পুলিশকে সেই মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন মুম্বাই হাইকোর্টের ম্যাজিস্ট্রেট এ ডি লোখান্ডে। সমাজকর্মী রবীন্দ্র দ্বিবেদী মামলায় অভিযোগ করেন, গত নভেম্বর মাসে মুম্বাই বিমানবন্দরে তাকে শারীরিকভাবে হেনস্থা করেন সালমান।
দ্বিবেদী বলেন, ‘আমার কাছে বর্ষীয়ান বিজেপি নেতা গোপীনাথ মুন্ডের মৃত্যু সংক্রান্ত কিছু প্রয়োজনীয় নথি ছিল। সালমান আমার কাছে থেকে সেইসব নথি কেড়ে নেওয়ার জন্য ওর বডিগার্ডদের নির্দেশ দেয়। ওর বডিগার্ডরা আমার কাছ থেকে সেইসব নথি কেড়ে নেন।’ দ্বিবেদীর করা মামলার যথেষ্ট ভিত্তি থাকায় বিমানবন্দর থানার পুলিশকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট এ ডি লোখান্ডে।